***নিষ্কাশন নালা পরিষ্কার রাখুন যেন ধানের জমিতে পানি জমে না থাকতে পারে। *** জমির আইল উঁচু করে দিন। ***ফসলের জমি থেকে অতিরিক্ত পানি সরিয়ে ফেলার ব্যবস্থা রাখুন। ***সেচ, সার ও বালাইনাশক প্রদান থেকে বিরত থাকুন। ***বৃষ্টিপাতের পর বালাইনাশক প্রয়োগ করুন। কলা ও অন্যান্য উদ্যানতাত্বিক ফসল এবং সবজির জন্য খুঁটির ব্যবস্থা করুন।***
স্বাগতম, এক নজরে কৃষি বিষয়ক কার্যক্রম

কৃষি বিষয়ক কার্যক্রম, বাংলাদেশ বেতার

বাংলাদেশ বেতার, কৃষি তথ্য সার্ভিস এবং কৃষি সম্প্রসারণ বিভাগ থেকে কৃষি বিষয়ক কার্যক্রমের কর্মীদের অংশগ্রহণে তাদের আহরিত সম্প্রচার দক্ষতা ও কারিগরী জ্ঞান অনুষ্ঠানসমূহের মাধ্যমে গ্রামীণ জনগণের কাছে উপস্থাপন করে থাকেন। ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর, সিলেট, রাঙ্গামাটি, কক্সবাজার, বান্দরবান, কুমিল্লা, বরিশাল এবং ঠাকুরগাঁও -এই ১২(বার)টি আঞ্চলিক কেন্দ্র থেকে প্রতিদিন এসব অনুষ্ঠান প্রচার করা হয়ে থাকে। এ ছাড়াও ঢাকা কেন্দ্র থেকে প্রতিদিন কৃষি বিষয়ক জাতীয় অনুষ্ঠান প্রচার করা হয়। এই কেন্দ্রগুলো থেকে প্রতিদিন ২৯০ মিনিটের কৃষিবিষয়ক অনুষ্ঠান প্রচার করা হয়ে থাকে। এ অঞ্চলে কৃষি বিষয়ক অনুষ্ঠানের সম্প্রচার শুরু হয় আজ থেকে প্রায় ৭৫ বছর আগে। তৎকালীন অল ইন্ডিয়া রেডিও তথা আকাশবাণীর ঢাকা কেন্দ্র থেকে কৃষি বিষয়ক অনুষ্ঠানের প্রথম সম্প্রচার শুরু হয় ১৯৩৯ সালে। অনুষ্ঠানটির নাম ছিল ‘গ্রামের কথা’। এই অনুষ্ঠানের মাধ্যমে গ্রামীণ শ্রোতাদের কাছে কৃষি, মৎস্য চাষ এবং বনায়ন বিষয়ক নতুন প্রযুক্তির প্রাথমিক তথ্য তুলে ধরা হতো। স্বাধীনতা উত্তর পরবর্তী সময়ে ‘দেশ আমার মাটি আমার’ শীর্ষক অনুষ্ঠানটি সন্ধ্যে ৭-০৫ মিনিটে প্রচারিত হয়ে আসছে।

মূলত: শ্রোতা সাধারণের চাহিদা ও কৃষক ভাইদের চাহিদা এবং প্রয়োজনীয়তার কথা বিবেচনায় রেখে ১৯৭৮ সালের ২৯ অক্টোবর থেকে ০১(এক)জন পরিচালকের তত্ত্বাবধানে বাংলাদেশ বেতারে কৃষি বিষয়ক কার্যক্রম নামে একটি পূর্ণাঙ্গ ইউনিট চালু করা হয়। অনেক প্রত্যাশা আর শ্রোতা সাধারণের চাহিদার প্রতি গুরুত্ব দিয়ে অনুষ্ঠানের কলেবর বৃদ্ধি পেতে থাকে। প্রতিটি কেন্দ্রে আঞ্চলিক অনুষ্ঠানে মহিলাদের জন্য বিশেষ অনুষ্ঠান ‘কিষাণ বধূ’-এর প্রচার শুরু হয়। উল্লেখ্য যে, অধিকতর কার্যকারিতা ও সাফল্য প্রত্যাশায় সকল কেন্দ্রের কৃষি বিষয়ক অনুষ্ঠানসমূহ সমন্বয় করে কেন্দ্রীয়ভাবে “পল্লী সম্প্রচার শক্তিশালীকরণ প্রকল্প” নামে একটি প্রকল্প ১৯৯৮ সাল থেকে  ২০০১ সাল অবধি চালু ছিল। বর্তমানে ঢাকাসহ সকল আঞ্চলিক কেন্দ্রসমূহে নিন্মবর্ণিত অনুষ্ঠাগুলো নিয়মিত প্রচার করা হয়।   এই সাফল্যের পেছনে বেতারের কৃষি বিষয়ক কার্যক্রমের ভূমিকা ছিল অনবদ্য। আধুনিক কৃষি প্রযুক্তি ও প্রকল্পসমূহের সাথে কৃষি বিষয়ক কার্যক্রমের সামগ্রিক সুবিধাদি ব্যবহার করে দেশের আর্থ-সামাজিক উন্নয়ন প্রক্রিয়ায় কার্যকর ভূমিকা রাখা সম্ভব এবং এ ক্ষেত্রে কৃষি বিষয়ক কার্যক্রম, বাংলাদেশ বেতার পরীক্ষিত সৈনিক।

গ্রাম প্রধান দেশ বাংলাদেশের অধিকাংশ মানুষ জীবিকার জন্য কৃষির উপর নির্ভরশীল। আর কৃষির উন্নয়নের অপরিহার্র্য উপাদান যোগাযোগ । বেতারই হচ্ছে গ্রামীন জনপদ ও পথেঘাটে চলাচলরত মানুষের যোগাযোগের সবচেয়ে সাশ্রযী মাধ্যম। বাংলাদেশ বেতারের কৃষি বিষয়ক কার্যক্রম কৃষি সম্পর্কিত তথ্য ও কারিগরী জ্ঞান অনুষ্ঠানসমূহের মাধ্যমে গ্রামীণ জনগণের কাছে উপস্থাপন করে থাকে| বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে গ্রামীণ শ্রোতাদের কাছে কৃষি, মৎস্য চাষ, হাঁস-মুরগী ও গবাদিপশু পালন এবং বনায়ন বিষয়ক নতুন প্রযুক্তির বিভিন্ন তথ্য তুলে ধরে। বাংলাদেশ অনেক আগেই খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে এবং এই সাফল্যের পেছনে বেতারের কৃষি বিষয়ক কার্যক্রমের ভূমিকা ছিল অনবদ্য। । বেতারে প্রচারিত মূল্যবান পরামর্শ ও মতামত কৃষকসমাজ গ্রহণ করে দেশের উন্নয়নে ভূমিকা রাখছে। কেননা বেতারের অনুষ্ঠান কোন না কোন ভাবেই কৃষকের শিক্ষা জীবন, কর্মজীবন, পারিবারিক ও সামাজিক জীবনে নিশ্চিত কাজে লাগছে|

কৃষক শ্রোতারা শুধু বেতার শোনার মধ্যে সীমাবদ্ধ থাকে না। বেতারের মাধ্যমে প্রাপ্ত তথ্যাবলী কৃষিকাজে ব্যবহার করে এবং বিভিন্ন শ্রোতা সংগঠন বা ক্লাব গড়ে তোলে। বাংলাদেশ বেতারের কৃষি বিষয়ক কার্যক্রম কৃষক শ্রোতাদের বেতার অনুষ্ঠানে আগ্রহী করে তুলতে কুইজ ও পত্রলেখাসহ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করে শ্রেষ্ঠ শ্রোতাদের পুরস্কৃত করে থাকে।


তথ্য মন্ত্রণালয় ও কৃষি মন্ত্রণালয়ের সমঝোতার আলোকে বাংলাদেশ বেতার কৃষি বিষয়ক সংবাদ বুলেটিন প্রচার করছে। বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে প্রতিদিন চাষী ভাইদের বিভিন্ন মৌসুমে করণীয় ও সমস্যা সম্পর্কে অবহিত করা; সর্বাধুনিক কৃষি প্রযুক্তি, সার, বীজ, কীটনাশক সম্পর্কিত তথ্য প্রদান এবং চাষাবাদ, খাদ্য নিরাপত্তা, একটি বাড়ি একটি খামার, মৎস ও পশু সম্পদ পরিচর্যা সম্পর্কে পরামর্শ দেয়ার জন্য কৃষি বিষয়ক কার্যক্রমে মোট ৬ ঘণ্টা অনুষ্ঠান প্রচার করা হয়ে থাকে। এ ছাড়া বর্তমান সরকারের ভিশন-২০২১ এর রূপকল্প এবং মাননীয় প্রধানমন্ত্রীর ১০ উদ্যোগের আলোকে কৃষি বিষয়ক কার্যক্রম জাতীয়, আঞ্চলিক ও ম্যাগাজিন অনুষ্ঠান প্রচার করেছে।

কৃষি ভিত্তিক অনুষ্ঠান

কৃষি বিষয়ক কার্যক্রম, বাংলাদেশ বেতার চাষী ভাইদের জন্য সর্বাধুনিক কৃষি প্রযুক্তি, সার, বীজ, কীটনাশক সম্পর্কিত তথ্য প্রদান এবং চাষাবাদ, খাদ্য নিরাপত্তা সম্পর্কিত বিভিন্ন তথ্য প্রচার করে।

মৎস্য সম্পদ বিষয়ক অনুষ্ঠান

কৃষি বিষয়ক কার্যক্রম, বাংলাদেশ বেতার মৎস্যচাষি, মৎস্যজীবী এবং মৎস্য ব্যবসায়ীদের জন্য মৎস্য চাষ, পরিচর্যা এবং বিপণন সম্পর্কিত বিভিন্ন তথ্য ভিত্তিক অনুষ্ঠান প্রচার করে থাকে।

পশুসম্পদ বিষয়ক অনুষ্ঠান

কৃষি বিষয়ক কার্যক্রম, বাংলাদেশ বেতার গবাদিপশু এবং হাঁস-মুরগীর খামার লাভজনক এবং নিরাপদ উপায়ে পরিচালনার জন্য আধুনিক এবং সময় উপযোগী বিভিন্ন তথ্য সম্বলিত অনুষ্ঠান প্রচার করে।

কৃষিবিদদের সাক্ষাৎকার

কৃষি বিষয়ক কার্যক্রম, বাংলাদেশ বেতার কৃষি / মৎস্য সম্পদ / পশুসম্পদ বিষয়ক সমসাময়িক বিভিন্ন সমস্যা এবং সমাধান বিষয়ে কৃষিবিদদের সাক্ষাৎকার প্রচার করে।

কৃষি বিষয়ক নাটক/গান/জিঙ্গেল

কৃষি বিষয়ক কার্যক্রম, বাংলাদেশ বেতার চাষী ভাইদের বিভিন্ন মৌসুমে করণীয় ও সমস্যা সম্পর্কে অবহিত করা; সর্বাধুনিক কৃষি প্রযুক্তি, সার, বীজ, কীটনাশক সম্পর্কিত তথ্য প্রদান এবং চাষাবাদ, খাদ্য নিরাপত্তা, একটি বাড়ি একটি খামার, মৎস ও পশু সম্পদ পরিচর্যা সম্পর্কে অবহিত করতে নাটক/গান/জিঙ্গেল প্রচার করা হয় ।

সরকারের বিভিন্ন কৃষি উন্নয়ন কর্মকাণ্ডের প্রতিবেদন

কৃষি বিষয়ক কার্যক্রম, বাংলাদেশ বেতার কৃষি এবং কৃষকের সামগ্রিক কল্যাণের জন্য সরকারের গৃহীত বিভিন্ন কৃষি উন্নয়ন কর্মকাণ্ডের প্রতিবেদনন প্রচার করে থাকে ।

মাননীয় উপদেষ্টা
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়

মোঃ নাহিদ ইসলাম
মাননীয় উপদেষ্টা
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়

সচিব
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়

মাহবুবা ফারজানা
সচিব, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়

মহাপরিচালক
বাংলাদেশ বেতার

এ এস এম জাহীদ
মহাপরিচালক, বাংলাদেশ বেতার

পরিচালক

এস এম আবুল হোসেন

জাতীয় সঙ্গীত

জরুরি হটলাইন